আর্টসেল ARTCELL






Artcell
Description: Argueably the biggest Rock Band in Bangladesh right now, Artcell is continuing to set the benchmark for fall yound bands of this generation with their superior compositions.




Line up
Lincoln - Guitars & Vocals
Ersahd - Lead Guitars
Ceazanne - Bass
Shaju - Drums

One of the very first, if not the first, progressive band from Bangladesh, Artcell started its journey in 1999. The members were all school friends. Ershad used to be the guitarist of a band named Tantrik back in 1999. Current vocalist, Lincoln, joined Tantrik just before the group disbanded. They were looking for a bassist and a drummer, when through friends, they met Cezanne and Shaju.

They released their 1st track Shopner Koras (Projonmo), followed it by Odekha Shorgo (Charpotro), Dukkho Bilash & Opshori (Onushilon). THe fans quickly took notice and Artcell gradullay gained the reputation of a big band. Fans flocked to see them in concerts and a tremendous buzz went around for their debut album.

In 2002, Artcell debuted Bangladesh's 1st Progressive Rock album titled "Onno Shomoy". The album set the pavestone for the uprising of New Age Rock in Bangladesh. A massive hit in every regard, the album introduced metal fans to a new style of music. Artcell became of of the most popular bands in Bangladesh with a huge fan following.

The Band remained active in the next years, performing in concerts and releasing more tracks in mixed albums. By now, Artcell was truely an icon in the music industry and fans continued to show their support.

Artcell went to work on their highly anticipated 2nd album, Oniket prantor, in 2005 and released it in April 2006. The album was SOLD OUT throughout Dhaka within hours of the release and throughout the country in matter of days. The album is one of the top sellers of this year.

In May 2006, Artcell peformed their 1st solo concert in front of a Sold out audience.




Here is the lyrics of ARTCELL.

উৎসবের উৎসাহে

আমার অবারিত দরজা জুড়ে
সম্ভাবনার রঙিন মলাট
আমার শরীর ডুবে আছে
অবিরাম মৃত উষ্ণতায়

তুমি যে রোদ মাখবে বলে
মেতে উঠেছো রঙের উসবে
আমার বিষাদ ছায়া হয়ে
ঢেকে দেয় তোমায়

জানবে আমি শুধু আমি নই
আমি মানে অন্য কেউ কিংবা প্রতিবিম্ব
তোমাতে মিলিয়ে আমার
সব সুর তোমারই সঙ্গপনে

তোমারই অন্ধকারে
যে শব্দ বয়ে চলে
এসো কান পেতে রই নিরবে
মনেরই ইন্দ্রজাল জুড়ে
যে স্বপ্ন খেলা করে
নেব সেই সীমানায় তোমাকে

যত দুর চলে গেলে দুরত্ব ঘোচালে
নিভে যাওয়া মানুষ জ্বলবে আলো হয়ে
সেইখানে তোমাকে জানাবো গোপনে
স্বপ্ন মানে পাশে থাকা
সময়ের হাত ধরে নতুন স্মৃতি এলে
আমি থাকব পথ চেয়ে ছদ্মবেশে

আবার এসে দাড়ালে একা
দেখবে আমার চোখে সম্ভাবনা
জীবন জুড়ে থাকে পরাজয়
হয়েছে ম্লান চিরকাল
জানবে তুমি ভোর হওয়া চোখে
যে অবিরাম স্বপ্ন দেখেছ
আমে সেই বাস্তবতা
কিংবা মলিন সান্তনা

আমাদের অভিধানে মিথ্যের হয় অনুবাদ
অবসাদ আশ্রয় খুঁজে
মানুষের অন্ধকার ঘরে
প্রতিবাদ প্রতিরোধ ভুলে
আনমনে মেনে নেয় পরাজয়

তখন ভাঙ্গতে হবে ঘোর
হাতে রেখে হাত
হেরে যাওয়াকে বন্দি করে রেখে
জাগতে হবে রাত
আলো জ্বেলে রেখে
সবের উসাহে

বিস্তীর্ন উজানে একলা হয়ে গেলে
চিনিয়ে নেব পথ
চিনবো একে একে
পিছু ফিরে পাই
ফিরতে যদি হয়
পাড়ি দেব পথ নিমিষে...